একই ম্যাচে ভিএআরে তিন গোল বাতিলের রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদ। তাদের মতে, প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ঠিকই ভিএআর দ্বারা উপকৃত হচ্ছে।
গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোস দল। কাইলিয়ান এমবাপের দুটি গোল অফসাইডে বাতিল হয়ে গিয়েছিল সেদিন, সাথে আরদা গুলেরের একটি প্রচেষ্টা হ্যান্ডবলের জন্য বাতিল হয়। ম্যাচের ৫৭তম মিনিটে গুলেরের গোলটি বাতিল করার সিদ্ধান্ত রিয়ালকে উদ্বিগ্ন করে তুলেছিল।
স্পেনের রেফারি সংস্থা সিটিএ গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে ঘনঘন সমালোচনার মুখে পড়েছিল। এ গ্রীষ্মে আম্পায়ারিং উন্নত করার প্রচেষ্টায় কাঠামো পুনর্গঠন করেছে সংস্থাটি। যার মধ্যে ছিল সভাপতি পরিবর্তন এবং ভিএআর প্রধানের পরিবর্তন।
মাদ্রিদের গণমাধ্যম জানাচ্ছে, ক্লাবের ভেতর রেফারির সিদ্ধান্ত নিয়ে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে। আশা উত্তেজনা দ্রুতই কমবে এবং পরিস্থিতি অগ্রগতির সাথে ক্লাবটির অভিযোগও কমে যাবে। কিন্তু স্প্যানিশ জায়ান্টরা সিটিএ সংস্থার সাথে কোনরকম আলোচনায় বসতে রাজি নয়।
গত এবং নতুন মৌসুমের শুরু মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে মাদ্রিদই ভিএআর দ্বারা সর্বাধিক গোল বাতিলের মুখে পড়েছে। মাদ্রিদ লিগে ৪১ ম্যাচে মধ্যে ১৯ ম্যাচে ভিএআরের অধীনে সিদ্ধান্তের মুখে পড়েছে, যার মধ্যে ৯ গোল বাতিল করা হয়েছে।
লস ব্লাঙ্কোসদের পরে আছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল, যাদের ৭টি গোল বাতিল হয়েছে। প্রিমিয়ার লিগের বোর্নমাউথ, ফরাসি ক্লাব রেনেঁ এবং ইতালির দ্বিতীয় স্তরের ক্লাব ভেনেজিয়ারও এই তালিকায় নাম আছে।
রিয়ালের দাবি, খেলা চলাকালীন সময় হঠাৎ ভিএআরের সিদ্ধান্ত নেয়া একটি ভুল। গোল বাতিলের বিষয়ে রেফারিকে ভুল বলেও দাবি করছে তারা। ভিএআরকে মাদ্রিদ নিজেদের জন্য কলঙ্কজনক বর্ণনা করেছে। মাদ্রিদের মতে ভিএআরের কারণে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সুবিধা ভোগ করেছে।









