ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সতীর্থদের সাথে দেখা করেছেন। শুক্রবার সৌদি আরবের রিয়াদে লস ব্লাঙ্কোসদের অনুশীলন পর্বে দেখা যায় তাকে।
রিয়াল মাদ্রিদ এমন একটি ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে।
স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে সৌদি আরবে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এল ক্লাসিকোর আবেশে মোড়া ফাইনাল আগামী ১৬ জানুয়ারি রিয়াদের কিং আল ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আল নাসেরে যোগ দেয়ার পর সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন পর্তুগিজ তারকা। ক্লাবটির হয়ে এখনও মাঠে নামা হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তির। ১৯ জানুয়ারি পিএসজির বিপক্ষে আল নাসের ও আল হেলালের সম্মিলিত দলের হয়ে মাঠে নামতে পারেন তিনি। সব ঠিক থাকলে সৌদি ক্লাবটির জার্সিতে রোনালদোর অভিষেক হতে পারে ২২ জানুয়ারি।

ব্যস্ততা না থাকায় রিয়াদে সাবেক রিয়াল সতীর্থদের সঙ্গে দেখা করতে যান রোনালদো। অনুশীলন পর্বে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি, রদ্রিগো, মিলিতাও, ভিনিসিয়াসদের সঙ্গে। ব্রাজিলিয়ান সাবেক তারকা রবার্তো কার্লোসের সঙ্গেও দেখা করেছেন সাবেক মাদ্রিদ ফরোয়ার্ড।
পর্তুগিজ ফরোয়ার্ডকে কাছে পেয়ে উজ্জ্বীবিত ছিল রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। রোনালদোর সাথে তুলেছেন ছবি, শেয়ার করেছেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে।







