ফিফা ক্লাব বিশ্বকাপে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতে প্রথমবার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন। সেমিফাইনালে লস ব্লাঙ্কোসদের ৪-০তে বিধ্বস্ত করেছে ফরাসি ক্লাবটি। ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে দলটি। মাদ্রিদের ভুলের সুযোগ কাজে লাগিয়েছে পিএসজি। এ জয়ে আশাবাদী কোচ লুইস এনরিকে, গড়তে চান নতুন ইতিহাস।
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে পিএসজি। রোববার ফাইনালে দলটি মুখোমুখি হবে ২০২১ সালের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে। ফাইনালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন পিএসজি কোচ এনরিকে। স্প্যানিশ কোচ বলেন, শুধু ট্রফি কিংবা পদক নয় মাঠের বাইরের আরও অনেক বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তিনি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী এনরিকে বলেছেন, ‘ইতিহাস গড়ার জন্য ক্লাব আর এক ম্যাচ দূরে আছে। আমরাই হতে পারি একমাত্র ফরাসি ক্লাব যারা সব জিতেছে। ম্যাচে বেশি গোলও আমরা করি, আবার কম গোল হজম করায়ও আমরা অন্যতম। আমাদের দল বর্তমানে অসাধারণ খেলছে।’
‘আমি নিশ্চিত আগামী মৌসুম আরও ভালো করব। তবে দলে এখনো একজন খেলোয়াড় আছেন যিনি নিজের মতই খেলেন। তাই কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ আমার হাতে নেই। খুব শীঘ্রই নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে। আগামী মৌসুমে পরিকল্পনা হবে আরও দৃঢ়।’
রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারানোর পরও এনরিকে সম্প্রতি রিয়ালে যোগ দেয়া কোচ জাভি আলোনসোর প্রতি সম্মান জানান। তিনি বলেন ‘জাভি আলোনসোর কিছু প্রমাণ করার নেই। তার একটা প্রাক মৌসুম প্রয়োজন। জাভির প্রকল্প তো মাত্রই শুরু। আমি পিএসজির সাথে দুই বছর ধরে কাজ করছি, তুলনা চলে না।’
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রাতে সেমিফাইনালে মুখোমুখি হয় দুদল। মাদ্রিদের ভুলে ম্যাচের প্রথম ২৫ মিনিটে তিনটি গোল হজম করে। ম্যাচ শেষ হওয়ার আগে আরেকটি গোল করে ৪-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এ ম্যাচে জোড়া গোল করেন ফ্যাবিয়ান রুইজ, একটি করে গোল করেন উসমানে ডেম্বেলে এবং বদলি খেলোয়াড় গঞ্জালো রামোস।









