শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন কাইলিয়ান এমবাপে। তার হ্যাটট্রিকের সুযোগও ছিল। কিন্তু পেনাল্টি পেলে ভিনিসিয়াস জুনিয়রকে শট নিতে দেন ফরাসি তারকা। সেই পেনাল্টি শটে গোল আনতে পারেননি ভিনি। রিয়াল কোচ জাভি আলোনসো বলছেন, পেনাল্টি নেয়ার দায়িত্ব ছিল এমবাপের।
সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে এমবাপে জোড়া গোল করেছেন। যার একটি ছিল পেনাল্টি থেকে। লস ব্লাঙ্কোসরা দুটি পেনাল্টি পেয়েছিল। প্রথম সুযোগে ভিনিসিয়াসকে সুযোগ দেন এমবাপে। ভ্যালেন্সিয়ার গোলরক্ষক হুলেন আগিরেজাবালা শট ঠেকিয়ে দেন। সেটির এক মিনিটের মাথায় জুড বেলিংহ্যাম জালে বল জড়ান।
পরে জাভি বলেছেন, ‘আমরা পেনাল্টি নেয়ার দায়িত্ব দেই, আর কাইলিয়ানই প্রথম পছন্দ। আমি পেনাল্টি থেকে গোল করা পছন্দ করি। এটা গোল করার একটা ভালো সুযোগ ছিল। কাইলিয়ান প্রথম গোল করেছিল। আমরা দ্বিতীয়টাও গোল হিসেবে দেখতে চেয়েছিলাম। কিন্তু এটা এখন আর কোন বড় কথা নয়।’
‘কাইলিয়ান আরও দুটি গোল করেছেন। তিনি ভিনিসিয়াসের হাতে পেনাল্টি তুলে দেন।’









