কোপা ডেল রে’র রাউন্ড ৩২’য়ে তৃতীয় স্তরের ক্লাব তালাভেরার বিপক্ষে জিততে বেশ কষ্ট হয়েছে রিয়াল মাদ্রিদের। দলটির সাথে শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে হয় জাভি আলোনসোর শিষ্যদের। শেষ পর্যন্ত কাইলিয়ান এমবাপের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। কোপা ডেল রে’র শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন এমবাপে।
বুধবার রাতে তালাভেরার মাঠে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোলে রিয়ালকে লিড এনে দেন এমবাপে। ৪৫ মিনিটে প্রতিপক্ষের ম্যানুয়েল ফারান্ডো নিজেদের জালে বল জড়ালে ব্যবধান দ্বিগুণ হয় মাদ্রিদের। ম্যাচের ৮০ মিনিটে নাহুয়েল আরয়ওয়ের গোলে ব্যবধান কমে স্বাগতিকদের। ৮৮ মিনিটে মাদ্রিদের ব্যবধান আবারও বাড়ান ফরাসি তারকা এমবাপে। তালাভেরার হয়ে ৯০ মিনিট শেষে যোগ করা সময় গঞ্জালো ডি রেঞ্জো গোল করলে স্কোর হয় ৩-২।
এদিকে রেকর্ডের খুব কাছাকাছি ২৬ বর্ষী ফরাসি তারকা। ২০১৩ সালে মাদ্রিদের হয়ে ৫৯টি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তেলাভেরার বিপক্ষে জোড়া গোলে এমবাপের ২০২৫ সালে গোলসংখ্যা দাঁড়াল ৫৮টিতে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে যেতে এমবাপের চলতি বছরে প্রয়োজন দুটি গোল। এজন্য তার হাতে আছে কেবল একটি ম্যাচ, শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সব ঠিক থাকলে, এমবাপের সে ম্যাচে রোনালদোকে ছুঁতে দরকার এক গোল, এবং জোড়া গোল করলে উঠে যাবেন শীর্ষে।
কোচ জাভি আলোনসোর প্রশংসাও তাই ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপের জন্যই। ম্যাচ শেষে বলেছেন, ‘গোল করার ক্ষেত্রে এমবাপে সবসময়ই দক্ষ। তৃতীয় গোলটি ছিল গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কারণে আমরা তাকে মাঠে রেখেছি। মিশন সম্পন্ন হয়েছে।’









