চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ক্লাবটি সোমবার জানিয়েছে, পুবালজিয়ায় আক্রান্ত হয়েছেন এই আর্জেন্টাইন। ঊরুর এই চোটের কারণে এখন চিকিৎসা নিচ্ছেন তিনি। একই চোটে আক্রান্ত হয়েছিলেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল।
ঠিক কত সময় লাগবে মাস্তানতুওনোর চোট সেরে উঠতে তা জানায়নি রিয়াল। তবে, আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না ক্লাবটি। তাতেই অ্যানফিল্ডে অ্যাওয়ে ম্যাচে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না তার।
রিয়াল মাদ্রিদের দেয়া মাস্তানতুওনোর মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়নি তার সেরে ওঠার সময়সীমা। লস ব্লাঙ্কোসদের হয়ে নাম লেখানোর পর থেকে জাভি আলোন্সোর দলে নিয়মিত মুখ মাস্তানতুওনো। ১২ ম্যাচের নয় ম্যাচেই ছিলেন শুরুর একাদশে।
১৮ বর্ষী ইয়ামাল ও মাস্তানতুওনো দুজনই পুবালজিয়ায় ভুগছেন। যা ঊরুর উপরাংশের চোট। যার কারণে অ্যাথলেটদের স্ট্যামিনা ও চলাচলে অস্বস্তিবোধ হয়।









