লা লিগায় অবনমন ঠেকাতে খেলতে নামা কাদিজের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জয় পেলেও দল হিসবে রিয়ালের পারফরম্যান্সের প্রতিফলন দেখা যায়নি। তবে ফলাফলে বেশ খুশি রিয়াল বস কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমরা সত্যিই ভালো করেছি।’
লা লিগায় শনিবার কাদিজকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন অসংখ্য সুযোগ নষ্ট করে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। একতরফা ম্যাচ হলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। রিয়ালের হয়ে গোল দুটি করেন ডিফেন্ডার নাচো ও মার্কো আসেনসিও।
ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের দিকে ১৭টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। দাপট দেখিয়ে ৭০ শতাংশের বেশি সময় বল পায়ে রাখতে পারলেও স্কোরলাইনে সেটির প্রতিফলন ছিল না।
ম্যাচ শেষে ৬৩ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘আমরা সত্যিই ভাল করছি। যা মাঠেই প্রমাণ হচ্ছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে এমন ম্যাচ দলের জন্য খুব প্রয়োজন ছিল। এই ম্যাচে দলকে প্রস্তুত করা সহজ ছিল না, মাঠে ছেলেদের মানসিকতা ছিল দারুণ।’
লা লিগায় ধারাবাহিকতার অভাব কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেছেন, ‘আমরা লিগে আরও ভালো করতে পারতাম, কিন্তু জানুয়ারিতে অনেকটাই পিছিয়ে পড়েছি। সেই সময় আমরা কিছু পয়েন্ট হারিয়েছি যা আমাদের ভোগাচ্ছে।’
শিরোপা লড়াইয়ে অবশ্য এখনও বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে রিয়াল। ২৯ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭২।







