এক ম্যাচে দুই লাল কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদ। ছন্দ হারানো দলটিকে তাদের মাঠে হারিয়ে গেল সেল্টা ভিগো। তাতে চার পয়েন্ট ব্যবধান বেড়েছে লা লিগা টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে। ১৯ বছর পর রিয়ালের মাঠে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ভিগো।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দ্বিতীয়ার্ধে ও যোগ করা সময়ের গোলে রিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগো। দ্বিতীয়ার্ধে বদলি নামা উইলিয়ট সুইটবার্গ রিয়ালের জালে জোড়া গোল পাঠান।
প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ গোলের সুযোগ পেয়েও সেল্টার জালে বল পাঠাতে ব্যর্থ হয়। ৩৯ মিনিটে প্রথম বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের কাটব্যাকে বল পেয়ে কাইলিয়ান এমবাপে পাস দেন আর্দা গুলেরকে। তার শট ভিগোর পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দুদলের কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি।
৫৩ মিনিটে চমৎকার গোলে ভিগোকে লিড দেন সুইটবার্গ । সুইডিশ অ্যাটাকিং মিডফিল্ডার পেনাল্টি স্পটের কাছ থেকে ব্যাকহিল ফ্লিকে রিয়ালের জালে বল পাঠান।
পিছিয়ে পড়া ম্যাচে রিয়াল ধাক্কাটা খায় ৬৪ মিনিটে। দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফেরান গার্সিয়া। লা লিগায় নিজের ৫০তম ম্যাচে এমবাপে সুযোগ হারান রিয়ালকে সমতায় ফেরানোর।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ফাউল করে রিয়াল ডিফেন্ডার আলভারো কারেরাস হলুদ কার্ড দেখেন। যার কয়েক সেকেন্ড পরই লাল কার্ড দেখেন ডিফেন্ডার। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। একই সময়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফেদেরিকো ভালভার্দে ও রদ্রিগো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সুইটবার্গ।
মৌসুমের দ্বিতীয় পরাজয়ে ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট এখন ৩৬। যেখানে বার্সার সমান সংখ্যক ম্যাচে পয়েন্ট ৪০। টেবিলের ১০এ থাকা সেল্টা ভিগোর পয়েন্ট ১৯।









