লা লিগায় বার্সেলোনার সমান পয়েন্ট পাওয়ার দিনে বড় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল ফুটবলারদের জন্য ভয়ঙ্কর আতঙ্ক ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছেন। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে সেটা নিশ্চিত হয়েছে, হয়ত পুরো সিজনই শেষ হয়ে গেছে তারকা ডিফেন্ডারের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রোপচার লাগার কথা জানিয়েছেন ৩২ বর্ষী কারভাহাল। লিখেছেন, ‘একটি গুরুতর ক্রুসিয়েট লিগামেন্ট চোট নিশ্চিত হয়েছে। আমাকে ছুরি-কাঁচির নিচে যেতে হবে। কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ইতিমধ্যে চোট থেকে দ্রুত সেরে ওঠার ব্যাপারে ভাবছি। আশা আবারও সেরা ছন্দে দ্রুত মাঠে ফিরতে পারব। এই সময়ে যারা আমাকে স্বরণ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সকলের থেকে ভালোবাসা পেয়ে আমার অনেক ভালো লাগছে।’
গত রাতে ম্যাচের শেষদিকে ভিয়ারিয়ালের জেরেমি পিনোর সঙ্গে বলের লড়াইয়ে পায়ে চোট পান কারভাহাল। মাটিতে পড়ে ব্যথায় চিৎকার ও কাতরাতে থাকেন। স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় দুহাতে মুখ ঢেকে রাখেন স্পেনিয়ার্ড ডিফেন্ডার।
রিয়ালের দুর্ভাবনা শুধু কারভাহালকে নিয়েই নয়। ম্যাচের ৭৯ মিনিটে কাঁধের সমস্যায় মাঠ ছাড়েন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস। তারও বেশ ব্যথা আছে , জানান এ কোচ। পরীক্ষা করানোর পর বোঝা যাবে চোটের অবস্থা।
জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।









