তিন মৌসুম পর লা লিগা শিরোপা জয়ের খুব কাছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি কাতালান দলটি। জিরোনার বিপক্ষে ম্যাচ জুড়ে রাজত্ব করলেও শেষপর্যন্ত জয়ে মাঠ ছাড়তে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। পয়েন্ট হারালেও অবশ্য সুবিধাজনক স্থানেই বার্সা, তাই চিন্তিতও নন জাভি।
লা লিগায় সোমবার রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও জিরোনার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। শনিবার ভিয়ারিয়ালের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হারের পর বার্সেলোনার সামনে ছিল ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ, সেটি কাজে লাগাতে পারেনি বার্সা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘আমরা খুব ভালো পরিস্থিতিতে আছি, এ ব্যাপারে আমি চিন্তিত নই। ম্যাচটা ভালো ছিল, আমাদের অনেক সুযোগও ছিল। কিছু কিছু ভালো জিনিস আমরা করতে পেরেছি। চাপ সৃষ্টি করে খেলেছি, এবং বল নিয়ন্ত্রণেও দারুণ ছিলাম।’
জিরোনার বিপক্ষে পয়েন্ট হারানোর পরও রিয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে বার্সা। ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জাভির দল। সমান ম্যাচে কার্লো আনচেলত্তির রিয়ালের পয়েন্ট ৫৯।
‘ম্যাচের পর আপনার মনে হতে পারে কেন জিততে পারলাম না, জিততে পারলে ১৫ পয়েন্ট ব্যবধান বেশি নিয়ে এগিয়ে থাকতাম। ১৩ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকাটাকেও ইতিবাচক হিসেবেই দেখতে হবে।’ বলেছেন জাভি।








