সবশেষ লা লিগার ম্যাচে এসপানিওলের বিপক্ষে হেরে রেফারির বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলেছিল রিয়াল মাদ্রিদ। এরপর স্প্যানিশ লিগ রেফারিজদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ক্লাবটি। অভিযোগের পর লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেন, মাদ্রিদিস্তাদের মাথা খারাপ হয়ে গেছে। সেই মন্তব্যের জবাব দিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচে ১-০ গোলে এসপানিওলের কাছে হেরেছিল কার্লো আনচেলত্তির দল। সেখানে কাইলিয়ান এমবাপেকে ফাউল করায় এসপানিওলের ডিফেন্ডার কার্লোস রোমোরোকে লাল কার্ড না দেখানোয় ক্ষোভ প্রকাশ করে ক্লাবটি। কাউন্টার অ্যাটাকের সময় ওই ফাউলটি করা হয়।
ঘটনার পর সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় রিয়াল। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে। সেই অভিযোগ উড়িয়ে বুধবার স্পেনের রেফারি সংস্থার প্রধান লুইস মেদিনা কান্তালেজো জানান, ‘আমরা কেউ দুর্নীতিগ্রস্ত নই।’
বিষয়টি ওখানেই শেষ হতে পারতো, কিন্তু বৃহস্পতিবার আগুনে নতুন করে ঘি ঢালেন লা লিগা সভাপতি তেবাস। লা লিগার এক মিটিংয়ে আলোচনার পর রিয়ালের অভিযোগ নিয়ে তেবাস বলেন, ‘তারা সবকিছুর বিরুদ্ধে। এটাই বাস্তবতা। রিয়াল মাদ্রিদ প্রতিযোগিতাটিকে নষ্ট করতে চায়, শুধু রেফারিদের না। তারা বাজে কিছুর শিকার এমন একটা আখ্যান তৈরির চেষ্টা, যা অন্যদিন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল।’
‘তারা যে গল্প তৈরি করেছে তার কোনো ভিত্তি নেই। সেখানে যা ঘটেছিল তা কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সাধারণ রেফারির ত্রুটি নয়। এটা এমন একটি বিষয় যার জন্য রেফারিদের গ্রহণযোগ্যতার বিষয়টি পুরোপুরি নষ্ট হয়েছে।’
রিয়ালের বিরুদ্ধে অভিযোগ করবেন তেবাস এমন জানিয়েছেন, ‘ক্লাবটির বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করতে চলেছি, যারা চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের বিরুদ্ধে, বোর্ডের বিরুদ্ধে। আমরা এটিকে আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছি কারণ। অবশ্যই, এ ধরনের চিঠি সহ্য করা যায় না।’
শনিবার রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তেবাসের মন্তব্য সম্পর্কে প্রশ্ন যায় রিয়াল কোচ আনচেলত্তি কাছে, জবাবে ইতালিয়ান কোচ বলেছেন- ‘তেবাস নিশ্চিন্ত থাকতে পারেন, এখানে কারও মাথা খারাপ হয়ে যায়নি। আমরা শুধু ব্যাখ্যা চেয়েছি এবং একটি ব্যবস্থার পরিবর্তন দাবি করেছি। কেউই খুশি নয়। সবাই মনে করে যে এই ব্যবস্থা রিয়াল মাদ্রিদকেই সুবিধা দেয়, তাই যখন আমরা অভিযোগ করি, তখন কেউ বিশ্বাস করতে চায় না।’
ডার্বি ম্যাচ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ তারা দুজনেই লিগ জয়ের লক্ষ্য নিয়ে খেলছে। প্রতিযোগিতামূলক এবং লড়াইভিত্তিক ম্যাচ হবে, যা ডার্বির ক্ষেত্রে নতুন কিছু নয়। অ্যাটলেটিকোর শিরোপা জয়ের যথেষ্ট দক্ষতা রয়েছে, যেমনটা আমাদেরও আছে।’









