শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে উল্টো নিজেরা পয়েন্ট হারিয়েছে। ভ্যালেন্সিয়ার কাছে হার নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের আগে নির্ভার হতে পারলেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে লিগ জিততে শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন ইতালিয়ান কোচ।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। নির্ধারিত সময় শেষে যখন ১-১এ ড্রয়ের আভাস, আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।
পরে ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘লিগ জেতা এখন কঠিন হয়ে গেল। কিন্তু শেষপর্যন্ত আমাদের সবকিছু ঠিকভাবে চালিয়ে যেতে হবে। আমরা কিছু সুযোগ থেকে দূরে। তবে এটা নিশ্চিত, শেষপর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো।’
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের দশম মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। আনচেলত্তি বলেছেন, ‘আমরা আগেও অনেকগুলো মিস করেছি। বেলিংহ্যাম, এমবাপে এবং ভিনি মিস করেছে। ভিনিকে সাহস দেয়ার চেষ্টা করেছি, কিন্তু মিস করেছে।’
পরের ম্যাচগুলোতে ভিনির পরিবর্তে আবার এমবাপেকে পেনাল্টি নিতে দেয়া হবে কিনা প্রশ্নে আনচেলত্তির বলেছেন, ‘আমরা সেটা ভেবে দেখব।’
পরের ম্যাচগুলোতে ভুল না করলে লিগ জেতার সুযোগ থাকবে রিয়ালের সামনে। বড় পরীক্ষা দিতে হবে ১১মে বার্সার বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে পয়েন্ট না খোয়ালে এল ক্ল্যাসিকোতে নির্ধারণ হতে পারে লা লিগার এ মৌসুমের শিরোপা।









