রিও ডি জেনিরোর বিখ্যাত এস্তাদিও মারাকানায় ব্রাজিলের বিপক্ষে জয়ের পর ফুটবল বিশ্বকে চমকে দেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ জাতীয় দলের কোচিং ছাড়ার ইঙ্গিত দেন। আর সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছে রিয়াল মাদ্রিদ।
২০২৪ সালের মে মাস পর্যন্ত কার্লো আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি রয়েছে। কাতার বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর ইতালিয়ান এ কোচকে জোরালোভাবে চাইছে ব্রাজিল।
ইতিমধ্যে চলতি মৌসুম শেষে সেলেসাওদের ডেরায় যোগদানের জন্য একটি প্রাক-চুক্তিতেও পৌঁছেছেন আনচেলত্তি। বাস্তবে তিনি ব্রাজিলের কোচ হলে স্কালোনির জন্য স্প্যানিশ জায়ান্টরা খুলে দিতে পারে চাকরির দুয়ার।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকায় স্কালোনির নাম যুক্ত করেছে রিয়াল। তালিকায় আরও আছেন স্পেনের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। গত বছর তিনি বায়ের লেভারকুসেনের কোচের দায়িত্ব নেন।
তালিকায় আলভারো আরবেলো ও রবার্তো ডি জারবির নামও আছে। রিয়ালের সাবেক ফুলব্যাক আরবেলো বর্তমানে দলটির যুব দলের কোচ হিসেবে কাজ করছেন। সাবেক ইতালিয়ান ফুটবলার ডি জারবি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে কোচ হিসেবে গত বছর দায়িত্ব দেন।








