টানা খেলার ধকল কাটাতে আগের ম্যাচে কারিম বেনজেমাকে বিশ্রামে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। সে ম্যাচে জিরানোর বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে হারের পর এবার ভুল করেননি রিয়াল বস। শুরুর একাদশেই রাখেন বেনজেমাকে। ফরাসি তারকার হ্যাটট্রিকে আলমেরিয়ার বিপক্ষে সহজে জয় পেলেও দুই ম্যাচে ছয় গোল হজম মানতে পারছেন না আনচেলত্তি।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমার হ্যাটট্রিকের পর দ্বিতীয়ার্ধে রিয়ালের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। মাঠে নামলেই গোলের পাচ্ছেন ৩৫ বর্ষী এই তারকা। শেষ দুই ম্যাচে ছিলেন বিশ্রামে, ফেরার ম্যাচটি রাঙালেন হ্যাটট্রিক দিয়ে। চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয় হ্যাটট্রিক করলেন তিনি যার সবগুলোই হয়েছে চলতি মাসে।
এবারের লা লিগায় ২১ ম্যাচে ১৭টি গোল করা বেনজেমাকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘বেনজেমা ভালো করছে। সামগ্রিকভাবে দলও আক্রমণে আরও বিপজ্জনক হয়ে উঠছে। আমরা শুরুর মতো আবারও ভালো করছি।’
মৌসুমের শুরুতে দারুণ ছন্দে থাকা রিয়াল বিশ্বকাপ বিরতির পর বেশ অধারাবাহিক পারফরম্যান্স করছে। লা লিগায় বিশ্বকাপ বিরতির আগে ১৪ ম্যাচে একটিতে হারা দলটি পরের ১৮ ম্যাচে হেরেছে ৫ ম্যাচে, আর ড্র করেছে তিনটিতে। এমনকি শেষ দুই ম্যাচে আনচেলত্তির দল হজম করেছে ছয় গোল।
৬৩ বর্ষী আনচেলত্তি বলেন, ‘আমি চিন্তিত নই। আমরা কতটা ভালো খেলতে পারি তা আমার জানা আছে। কিন্তু আমি এটাও বিশ্বাস করতে পারছি না যে, আমরা শেষ দুই ম্যাচে ছয়টি গোল হজম করেছি। যা আমার কাছে অবিশ্বাস্য। আমরা অনেক বেশি স্বস্তিতে ভুগেছি। এ ম্যাচে আমরা রক্ষণভাগে মনোযোগ দেয়ার চেষ্টা করেছি। চাপের মধ্যে ভালো করেছি।’








