স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলা স্বপ্ন দেখেন অনেক ফুটবলারই। এবার বাংলাদেশ থেকেও রিয়ালে খেলার সুযোগ পাবেন প্রতিভাবান কিশোর ফুটবলার। সেই লক্ষ্যে চালু হয়েছে হ্যালো সুপারস্টার্স অ্যাপ ই-ট্যালেন্ট হান্ট।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল যার শুরু, রিয়ালের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে। চুক্তি স্বাক্ষর করেন হ্যালো সুপারস্টার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কামরুল আহসান এবং রিয়াল মাদ্রিদের প্রতিনিধি প্রতিষ্ঠান টিএইচ গ্লোবাল ফুটবল ক্যাম্পের চেয়ারম্যান টংকু হারুনা রশিদ পুত্রা।
এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ থেকে খুঁজে বের করা হবে প্রতিভাবান ক্ষুদে ফুটবলারদের। ১১-১৪ বর্ষী কিশোররা অংশ নিতে পারবেন ট্যালেন্ট হান্টে। সেখান থেকে উত্তীর্ণরা সুযোগ পাবেন লস ব্লাঙ্কোসে ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করার।
প্রতিযোগিতার প্রথম চারটি ধাপে কিশোর ফুটবলাররা তাদের দক্ষতা মোবাইলে ধারণ করে অ্যাপটিতে আপলোড করবেন। পরে আরও দুই ধাপে মাঠে বাছাই করে বাংলাদেশের ৩৬ জনকে নির্বাচন করা হবে ফাইনাল রাউন্ডের জন্য। ফাইনাল রাউন্ড শেষে ১২ জন বিনামূল্যে উড়াল দেবেন লা লিগার ক্লাব রিয়ালে।
আয়োজক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেছেন, ‘বাংলাদেশের ফুটবলের হারানো ঐতিহ্য এবং জনপ্রিয়তাকে ফিরিয়ে আনতেই এমন বৈচিত্র্যময় একটি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দক্ষ কিশোর ফুটবলারদের খুঁজে বের করে উন্নত প্রশিক্ষণের জন্য হ্যালো সুপারস্টার্স অ্যাপ ই-ট্যালেন্ট হান্টের আয়োজন করছি আমরা।’
বিচারক হিসেবে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও ইউরোপের ফুটবল তারকা কোচ ও ফুটবলারদের অংশগ্রহণ থাকবে বলেও আশা আয়োজক সংস্থাটির।
অনুষ্ঠানে হ্যালো সুপারস্টার্স অ্যাপের ই-ট্যালেন্ট হান্টের পরিচালক ও ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মেহতাব হোসেন জানান, ‘বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোরদের তুলে আনতে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে প্লে-ষ্টোর ও অ্যাপল ষ্টোরে ডাউনলোড করা যাবে অ্যাপটি।’







