রিয়াল মাদ্রিদে খেলার সময় আলাদা আলাদা লকার ব্যবহার করতেন ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, জিনেদিন জিদানরা। কিংবদন্তি খেলোয়াড়দের ব্যবহৃত লকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
নিলামের আয়োজন করবে মাল্টিন্যাশনাল কর্পোরেশন সোথবি’র লন্ডনের শো রুম। লকারের দাম নিলামে শুরু করা হয়েছে ১০ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা থেকে।
২০০২-২০২২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলা মূল দলের প্রায় ২৪ জনের লকার নিলামে উঠবে। তাদের মধ্যে রয়েছেন রোনালদো, জিদান, বেকহ্যাম, সার্জিও রামোস এবং লুইস ফিগোর মতো তারকা-মহাতারকার লকার। লস ব্লাঙ্কোসরা বলছে, সমর্থকদের জন্য এটি সুযোগ নিজেদের পছন্দের কিংবদন্তির স্মৃতিচিহ্ন রেখে দেয়ার।
লকার ছাড়াও নিলামে থাকছে তিন থেকে চার মিটার কিউব ক্লাব ক্রেস্ট, যার ভিত্তি মূল্য ১২ হাজার ইউরো দিয়ে শুরু হবে। বার্নাব্যুতে লাগানো মেটাল দরজাও থাকবে এতে। অনলাইন নিলামটি চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সোথবি ঘোষণা করেছে লাভের কিছু অংশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে দেয়া হবে।









