স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে মায়োর্কাকে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে দেখা হচ্ছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। ১৩ জানুয়ারি সুপার কোপার শিরোপার লড়াইয়ে দেখা মিলছে এল ক্ল্যাসিকোর।
বৃহস্পতিবার রাতে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধে গোল করেছেন জুড বেলিংহ্যাম ও রদ্রিগো গোয়েস। নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান ৩-০ করেছেন মায়োর্কার মার্টিন ভিলজেন্ট।
ম্যাচের ৬৩ মিনিটে প্রথম গোলটি আসে জুড বেলিংহ্যামের থেকে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়ান মার্টিন। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। শেষপর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখে রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী রিয়াল।
স্প্যানিশ সুপার কোপায় বার্সেলোনার রেকর্ড সর্বোচ্চ শিরোপার সংখ্যা ১৪টি। কাছাকাছি ১৩টি শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির রিয়াল। গত মৌসুমে শিরোপাটি জিতেছিল রিয়াল, ২০২৩ সালে শিরোপা নিজেদের করে নিয়েছিল বার্সা। বুধবার ২-০ গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সা।
২০২০ সাল থেকে স্প্যানিশ সুপার কাপের লড়াই হচ্ছে চার দলের মধ্যে। লা লিগা এবং কোপা ডেল রে’র চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিরোপাটির জন্য লড়াইটা করে।








