সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের বিপক্ষে প্রথমার্ধে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে ও মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। দুই তারকার দুই গোলে গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ঘরের মাঠের জয়ে লিগ টেবিলে শীর্ষের বার্সেলোনার সাথে পয়েন্টের দূরত্ব ঘুঁচিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
লা লিগায় আগেরদিন লাস পালমাসের কাছে পয়েন্ট হারায় বার্সেলোনা। ১৫ ম্যাচে ১১ জয় এক ড্র এবং তিন হারে ৩৪ পয়েন্ট নিয়ে দলটি শীর্ষেই। এক ম্যাচ কম খেলে ১০ জয় ও এক হারে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। গেটাফের বিপক্ষে জয়ে বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধান কমিয়ে এক পয়েন্টে এনেছে রিয়াল।
প্রথমার্ধে জুড বেলিংহ্যাম ৩০ মিনিটে পেনাল্টির মাধ্যমে গোলের শুরুটা করেন। আট মিনিট পর দ্বিতীয় গোলটি করেন ফরাসি বিশ্বজয়ী তারকা এমবাপে। প্রথমার্ধে তাদের দুই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ম্যাচের ২৬ মিনিটে গেটাফের গোলকিপার ডেভিড সোরিয়ার সাথে সংঘর্ষ হয় বেলিংহ্যামের। চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। অবশ্য প্রথমার্ধের পর চোটের ঝুঁকি এড়াতে মাঠ থেকে তুলে নেয়া হয় জুডকে। ম্যাচে মোট ৭০ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকলেও রিয়াল পরে কোনো গোল পায়নি।
৫ ডিসেম্বর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরের ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ।









