ইংলিশ তারকা ওয়েইন রুনি বলেছেন, তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেয়ার কাছাকাছি ছিলেন। ২০১০ সালে দলবদল মৌসুমে মেসি-জাভি-ইনিয়েস্তাদের সাথে খেলার সুযোগ তৈরি হচ্ছিল তার। ৩৯ বর্ষী রুনি তখন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি করতে চাননি।
পাঁচবারের প্রিমিয়াল লিগজয়ী তারকাকে দলে টানতে আগ্রহী ছিল স্প্যানিশ আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। তবে বার্সাকে পছন্দ হয়েছিল রুনির এবং পেপ গার্দিওলার অধীনে খেলার ইচ্ছা ছিল।
রুনি বলেছেন, ‘২০১০ সালে যখন ম্যানচেস্টার ইউনাইটেডকে বললাম তাদের সাথে নতুন চুক্তিতে আগ্রহী নই, তখন তিনটি ক্লাব এগিয়ে আসে। ম্যানচেস্টার সিটিরও তখন আগ্রহ ছিল। কিন্তু আমার মনে হয় না যার হাতে চেলসি, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় যাওয়ার মতো সুযোগ আছে সে অন্যকিছু চিন্তা করবে। তখন আমার মাথায় ঘুরছিল স্পেনে গিয়ে খেলব, কিছু কথাও এগিয়েছিল।’
‘রিয়ালের সাথে একটি চুক্তি প্রায় এগিয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যে। কিন্তু আমার মাথায় তখন ঘুরছিল বার্সেলোনার কথা যে বিষয়ে বেশি আগ্রহী ছিলাম। এটাও চিন্তা করছিলাম মেসি, জাভি, ইনিয়েস্তা বা সার্জিও বুসকেটসের মাঝে কীভাবে জায়গা পাব।’
রুনি আরও বলেছেন, ‘শিরোপা জেতা একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে ২০১০ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চেয়েছিলাম। তখন বয়স ছিল ২৫ এবং আমার মনোযোগ ক্লাবের দিকেই ছিল।’









