নাটক, সিনেমা, গান, শিল্প-সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, মানুষের জীবনের আবেগ, চিন্তা ও বাস্তবতার প্রতিচ্ছবি।
তবে সবাই শিল্পী না হলেও কেন এই শিল্পবোধ সকল মানুষের জীবনে থাকা প্রয়োজন, তা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম।
রুম্মান রশীদ খানের উপস্থাপনায় পডকাস্ট ‘বিহাউন্ড দ্য শো উইথ আরআরকে’-তে এসে দীর্ঘ আলাপচারিতার এ বিষয়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেন, সকলকে শিল্পী হওয়ার প্রয়োজন নাই, কিন্তু সকলের মধ্যে শিল্পবোধ থাকা প্রয়োজন। উদাহরণ দিয়ে তিনি বলেন, এই বোধ যদি সমাজের মানুষের মধ্যে থাকে তাহলে বুড়িগঙ্গার পানি নষ্ট হবে না। কারণ, সে ওই পানি নোংরা করতে সেখানে কিছু ফেলবে না।
প্রায়ই শোনা যায়, বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান, সংস্কৃতির দরকারটা কি? মোশাররফ করিম মনে করেন, এই প্রশ্নটি এখনকার সময়ের ভীষণ গুরুত্বপূর্ণ এবং একই প্রশ্ন অনেকের মধ্যে কাজ করে।
মোশাররফ করিম বলেন, আমরা থিয়েটার বা নাটকে অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি, সৎ মানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। উদাহরণও পাওয়া যাবে না, যে একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করেছে বা সন্ত্রাসী হয়েছে। কাজেই আমি চাই, সকল মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক।
মোশাররফ করিম বলেন, শিল্পবোধ থাকলে আমাদের সোসাইটিটা তৈরি হয়ে যাবে। শিল্পবোধ থাকলে সেই মানুষ সবকিছু সুন্দর দেখবে, কোনো অসুন্দর পছন্দ করবে না।









