ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়! ছবিটি নিয়ে নানা ধরনের গুঞ্জনও ছড়ায়। কেচ্ছার মতো একেক জন একেক রকমের তথ্য দিয়ে ছবিটি শেয়ার করেন। এ নিয়ে সেসময় রাজের কোনো বক্তব্য পায়নি কোনো গণমাধ্যম।
এবার রাজ এ বিষয়ে মুখ খুলেছেন। কী হয়েছিলো তার? সত্যিই কি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘দামাল’ খ্যাত এই তারকা?
রাজ জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি সত্যি। তবে কেন ভর্তি হয়েছিলেন, এ বিষয়ে সোশাল মিডিয়ায় রঙ ছড়ানো হয়েছে।
তিনি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন। ভর্তি হতে হয়েছিলো হাসপাতালে। রাজ বলেন, তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়ি করে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। সামনের দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। তখন আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতেই জখম হই।’
দুর্ঘটনার কারণে সামান্য চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছিলেন। তবে ওই দিন ঠিকঠাক হয়ে বাসায় ফেরেন এই তারকা। বর্তমানে সুস্থ আছেন বলেও দাবি করেন তিনি।







