সন্তান জন্ম দেয়ার কয়েকঘণ্টা পর মারা গেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় রাজিয়া খাতুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুকোলে ঢলে পড়েন রাজিয়া।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে রাজিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বুধবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নে নিজ বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেন রাজিয়া। অতিরিক্ত রক্তক্ষরণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ২৩ বর্ষী ফুটবলার।
২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নারী দলের ক্যাম্পে ছিলেন ফরোয়ার্ড রাজিয়া। ২০১৮ সালে ভুটানে সানজিদা-মারিয়াদের সঙ্গে জিতেছেন অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা। খেলেছেন জাতীয় দলেও। ছিলেন ২০১৯ সাফের দলে।
সাবেক সতীর্থের মৃত্যুতে শোক জানিয়ে লাল-সবুজের জাতীয় দল অধিনায়ক সাবিনা খাতুন ফেসবুকে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও। যে শান্তিটা তোমার প্রাপ্য ছিল, এবার হয়তো সেটা পাবে।’
জাতীয় দলের আরেক তারকা খেলোয়াড় সানজিদা আখতার শোক জানিয়ে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে মিস করবো।’
রাজিয়ার মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন ও সংস্থাটির কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।







