কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল রাবিনা ট্যান্ডনের একটি ভিডিও। ভিডিওতে দাবী করা হয়েছিল কয়েকজন পথচারীকে হেনস্তা করেছেন অভিনেত্রী। সেই ভিডিওর নেপথ্যের ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন রাবিনা।
আর এবার সেই কাণ্ডে যে ব্যক্তি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তার বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা করলেন অভিনেত্রী।
রাবিনার আইনজীবী জানিয়েছেন, ভিডিওটি সরিয়ে নেয়ার অনুরোধ করা হলেও সেই ব্যক্তি তা সরাননি। শুধু তাই নয়, ভিডিওটি সরিয়ে নেয়ার রিকুয়েস্ট লেটার ২৪ ঘণ্টার ভেতরে সরিয়ে নেয়া না হলে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছেন সেই ব্যক্তি। একারণেই মানহানি মামলা করেছেন রাবিনা।
২ জুন বান্দ্রার রাস্তায় গভীর রাতে অভিনেত্রীর গাড়ি থামিয়ে চড়াও হন তিন নারী। দাবি, অভিনেত্রীর গাড়ি নাকি তাদের ধাক্কা মেরেছে এবং একজনকে রক্তাক্ত করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছায় যে অভিনেত্রীর গায়ে হাত তুলতে উদ্যত হন সেই নারীরা।
ওই নারীদের অভিযোগ, অভিনেত্রী সেই সময়ে মদ্যপ ছিলেন। থানায় রাবিনা ট্যান্ডন এবং তার চালকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তারা। এই ঘটনার পর থেকেই সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে শুরু হয় কটাক্ষ। কিন্তু পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ঘটনা আসলে সম্পূর্ণ ভিন্ন!
পুলিশের তদন্তে দেখা যায় রাবিনার গাড়ি কাউকে আঘাত করেনি। ওই নারীরা অভিনেত্রীর গাড়ির কাছাকাছি ছিলেন তবে তারা এতে আঘাত পাননি। ওই নারীরা গাড়ি থামালে তাদের সঙ্গে কথা বলার জন্য গাড়ি থেকে নামার পর রাবিনাকে রীতিমতো গালিগালাজ করা হয়, ধাক্কা মারা হয়।
সূত্র: এবিপি লাইভ









