Advertisements
ফেনী ও নেত্রকোণায় আমন ধান ক্ষেতে ইঁদুর ও রোগাবালাইয়ের আক্রমণে দিশেহারা কৃষক। একদিকে ইঁদুরের উৎপাত অন্যদিকে ধান রোগাক্রান্ত হওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। ইতোমধ্যে ইঁদুর নিধন কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ।





