টিকটক, মিউজিক ভিডিও এবং নাটক যারা দেখে থাকেন, তাদের কাছে পরিচিত মুখ রাসেল খান এবং অনামিকা ঐশী। এই দুই তরুণ মডেল, অভিনয়শিল্পী কয়েকমাস ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সাতমাস চুটিয়ে প্রেমের পর ২৭ অক্টোবর তারা পারিবারিকভাবে বিয়ে করেছেন।
২০২১ সালে রাসেল-ঐশী পরিচয়ের পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কয়েকবছর যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর চলতি বছর আবারও তারা কাছাকাছি আসা শুরু করেন। গেল ২৭ অক্টোবর দুই পরিবারের উপস্থিতিতে রাসেল-ঐশী বিয়ে করেন।
বিয়ের খবর চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন রাসেল খান বলেন, নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানাই। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। আসলে আমাদের সবার জীবনে কম বেশি ভালো-মন্দ অতীত থাকে। অতীত ফেলে আমরা সুন্দর বর্তমান ও আগামীটাকে নিয়ে বাঁচতে চাই। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।
রাসেল বলেন, অভিনয় বা মিউজিক ভিডিওর কাজ কমিয়ে ব্যবসায় মনোযোগ দিয়েছি। ব্যবসার কাজে দেশের বাইরে যাওয়া আসা হয়। এর মধ্যে আমরা হানিমুনও সেরে ফেলবো। যদি আগামীতে মিডিয়াতে কাজ করি, তবে ভালো কাজ পেলে দুজন একসঙ্গে করবো, আলাদাভাবে নয়।
রাসেল-ঐশীর বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকে বিভিন্ন মন্তব্য চোখে পড়ছে। অনেকে তাদের ‘শিয়াল-মুরগী’ সম্বোধন করে মন্তব্য করছেন।
রাসেল বলেন, অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, ফান করছি! অনেকেই বলছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগী ভেবে ইউজ করবো, বিয়ে করবো না। এজন্য আমি তাদের সমবেদনা জানিয়ে বলছি, শিয়াল মুরগীকে ধরে ফেললো!
রাসেল বলেন, আমি মনে করি, মানুষের পাশে থেকে ভালোবেসে আগলে রাখাই গুরত্বপূর্ণ। অযত্নে ফেলে রাখা ফুল না ভেবে মনে করা উচিত সেই মানুষটা আফ্রিকার জঙ্গল থেকে কুড়িয়ে আনা ডায়মন্ড। ভালো মানুষ অনেকসময় ভুল স্থানে অযত্নের স্বীকার হয়। সঠিক স্থানে বিকশিত হয়।









