গেল কয়েক মাস আগেই ঘোষণা এসেছিল আদিত্য ধরের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। যেখানে তিনি ছাড়াও আরো অভিনয় করবেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, আদিত্য এবং অর্জুন রামপাল।
সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সেই ছবিতেই রণবীরের সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে প্রাক্তন শিশু অভিনেত্রী সারা অর্জুনকে।
আদিত্য ধরের নাম ঠিক না হওয়া ছবিতে প্রধান মহিলা চরিত্রের কাস্টিং সম্পর্কে এখনো কোন আনুষ্ঠানিক বিবরণ না থাকলেও, পিপিং মুনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১৯ বছর বয়সী সারা অর্জুনকে রণবীরের চরিত্রের প্রেমিকা হিসাবে কাস্ট করা হয়েছে। যিনি প্রাক্তন শিশু অভিনয় শিল্পী হিসেবে দক্ষিণে ব্যাপকভাবে কাজ করেছেন এবং দক্ষিণী সিনেমা ‘পোন্নিয়িন সেলভান’ এ ঐশ্বরিয়া রাইয়ের চরিত্রের ছোট সংস্করণে অভিনয় করার জন্য খ্যাতি অর্জন করেছেন।
পিপিং মুনের মতে, ‘যদিও এই পুরুষশাসিত গল্পে তার ভূমিকা তুলনামূলকভাবে ছোট বলে মনে করা হয়, তবে এই সিনেমাটিতে (আদিত্য ধর পরিচালিত) হিন্দি এবং তেলুগু সিনেমায় শিশু অভিনেত্রীকে নায়িকা হিসেবে দেখা যাবে।’
এদিকে সারা অর্জুনের বয়স যখন ১৯, তখন রণবীর সিংয়ের বয়স ৩৯ বছর। বয়সের এই পার্থক্যের কারণে খবরটি অনেক ভক্তের কাছে খুব একটা ভাল লাগেনি। ২০১১ সালে রণবীরের প্রথম ছবির কথা উল্লেখ করে একজন নেটিজেন লিখেছেন, ‘ব্যান্ড বাজা বারাত যখন মুক্তি পায়, তখন ওর (সারা অর্জুন) বয়স ছিল পাঁচ বছর।’ আরেকজন লিখেছেন, ‘৩৯ বছর বয়সী একটা লোকের সঙ্গে রোমান্স করবে?? তারা কীভাবে ভাবল এটা!’
তবে অনেকেই বলছেন, এই কাস্টিং চয়েজের জন্য রণবীর নয়, নির্মাতাদেরই দায়ী করা উচিত। একজন ভক্ত মন্তব্য করেছেন, “রণবীর তাকে নায়িকা হিসাবে বেছে নেয়নি, তাই তাকে পৈশাচিক আক্রমণ করার দরকার নেই।” – বলিউড শাদিস









