বলিউডে এক দশকেরও বেশি সময় পার করে ফেলেছেন রণবীর সিং। রণবীর তার ক্যারিয়ারের শুরুর দিকে ২০১৩ সালে কাজ করেছিলেন ‘লুটেরা’ ছবিতে। ছবিটি মুগ্ধ করেছিল দর্শককে। সোনাক্ষী সিনহার সঙ্গে রণবীরের রসায়নও নজর কেড়েছিল ভক্তদের। এই ছবির সেটের এক অজানা ঘটনা সম্প্রতি ফাঁস করলেন পরিচালক বিক্রম আদিত্য মোটওয়ানি।
ছবিটির অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বিক্রমাদিত্য বলেন, ‘আমরা মার্চ মাসে ডালহৌসিতে আসি। আমরা দুই দিন ধরে শুটিং করেছি এবং রণবীর তার পিঠে আঘাত পেয়েছিলেন। তিনি ভালো আছেন, এমনটাই জানিয়েছিলেন। পরের দিন, আমরা একটি দৃশ্যের শুটিং করেছি যেখানে রণবীরের চরিত্রটি তার কোমর থেকে গুলি বের করবে। রণবীর জানালেন দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য তিনি বাস্তবেই ব্যথা অনুভব করতে চান এবং সেটা পর্দায় প্রকাশ করতে চান। এই দাবি নিয়ে তিনি আমাকে বললেন, ‘স্যার, আমি ব্যথা অনুভব করতে চাই’। আমি বললাম, শুধু অভিনয় করো।
বিক্রম আরও বলেন, এরপর রণবীর তার কোমরে কিছু কাগজ আটকানোর ক্লিপ অ্যাটকে দেন এরপর পাহাড়ের উপরে এবং নীচে দৌড়াতে শুরু করেন, যাতে তাকে বিধ্বস্ত দেখায়, কারণ গুলিবিদ্ধ অবস্থার দৃশ্য ফুটিয়ে তুলবে হবে তাকে। পরিচালকের কথায় ‘রণবীর এলেন, তারপর আমরা পুরো দৃশ্যের শুটিং করলাম। দিনের শেষে যখন রণবীর সেই ক্লিপগুলি কোমর থেকে বের করেন, তখন এত ব্যথা অনুভব করছিলেন যা সহ্য করার মতো নয়। এরপর ওখানেই রণবীর জ্ঞান হারান। তখনই তাকে সেখান থেকে বের করে আনা হয়। পরের দিন ডালহৌসি থেকে তাকে হেলিকপ্টারে করে নিয়ে যেতে হয়েছিল। ফলে শিডিউল বাতিল হয়ে যায়।’
আপাতত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রণবীর। আগামিতে তাঁকে দেখা যাবে সিংঘম ৩-তে। এছাড়াও ডন ৩-র মতো প্রোজেক্ট হাতে রয়েছে তার।
বিক্রমাদিত্য সম্প্রতি থ্রিলার ‘সিটিআরএল’ পরিচালনা করেছেন। এতে অনন্যা পান্ডে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









