রঞ্জি ট্রফিতে একাই ইনিংসের ১০ উইকেটের সবগুলো নিয়ে রেকর্ড গড়েছেন হরিয়ানার পেসার আনশুল কাম্বোজ। কেরালার বিপক্ষে রঞ্জির পঞ্চম রাউন্ডে চৌধুরী বাঞ্ছিলালা স্টেডিয়ামে দারুণ কীর্তিটি গড়েছেন। রঞ্জির ইতিহাসে একাই ১০ উইকেট নেয়ার তৃতীয় ঘটনা এটি।
দিনের শুরুতে কাম্বোজের এমন কীর্তি গড়তে আরও দুই উইকেট প্রয়োজন ছিল। কাম্বোজ ৩০.১ ওভার বল করে ৯ মেডেনসহ ৪৯ রানে ১০ উইকেট নেন। রঞ্জিতে হরিয়ানার কোনো বোলারের এটাই সবচেয়ে ভালো বোলিং ফিগার। আগেরটি ছিল জোগিন্দর শর্মার ২৪ রানে ৮ উইকেট।
রঞ্জিতে ইনিংসে ১০ উইকেট নেয়ার প্রথম কীর্তি গড়েছিলেন বাংলার প্রেমাংসু চ্যাটার্জি, ১৯৫৬-৫৭ সালে। তার প্রায় ৩০ বছর পর দ্বিতীয়বার ১৯৮৫-৮৬ সালে রাজস্থানের প্রদীপ সুন্দরাম গড়েন একই কীর্তি। সবমিলিয়ে ২৩ বর্ষী কাম্বোজের কীর্তি ভারতের ইতিহাসে ষষ্ঠ।
১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এ কীর্তি গড়েছিলেন লেগ স্পিনার অনিল কুম্বলে। আরেক লেগ স্পিনার সুবাস গুপ্তা, উড়িষ্যার পেসার দেবাসিস মোহন্ত নিয়েছেন। কাম্বোজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, হরিয়ানা, ভারত-এ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন।









