গেল বছরের আগস্ট মাসে ঘোষণা এসেছিল ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবির। যেখানে আরও রাগী, আরও নির্মম, আরও ভয়হীন রূপে রানী মুখার্জিকে দেখা যাবে বলে জানা গিয়েছিল। ‘মারদানি থ্রি’ নিয়ে বরাবরই আগ্রহ, উত্তেজনা ছিল জনতা মহলে। এবার সেই উত্তেজনার আঁচ আরও একটু উস্কে দিল সদ্য প্রকাশ পেল এ ছবিতে রানি মুখার্জির ফার্স্ট লুক।
“এই দফায় ভালর সঙ্গে মন্দের লড়াই হবে রক্তাক্ত!” ‘মারদানি ৩’ নিয়ে এমন হুঁশিয়ারি দিল প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস। বলাই বাহুল্য, রানির এই ছবি সমাজমাধ্যমে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় উঠেছে নেটপাড়ায়। রানির এই ভয়-ডরহীন লুক দেখে বলিউড প্রেমীদের উত্তেজনা তুঙ্গে! সেই সঙ্গে জানা গেল, ‘মারদানি ৩’র মুক্তির তারিখও।
কালো শার্ট, নীল ডেনিম, কালো বুট হাতে বন্দুক চোখে যেন ধ্বংসের হুঁশিয়ারি। এক ঝলকেই স্পষ্ট, এবার শিবানী কোন রকম আপস করতে আসেননি। ‘মারদানি ৩’ নিয়ে রানির কথায়, “এই ছবি এককথায় ইন্টেন্স থ্রিলার যেরকম ধূসর ততটাই সাংঘাতিক। আর শিবানীর চরিত্রটাকে নতুন করে আবিষ্কার করতে পেরে আমিও উচ্ছ্বসিত।” ছবিটি আসছে বছরের ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ হোলির ঠিক আগে মুক্তি পাবে বলে জানা গেছে।
ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ কেএম মিনাওয়ালা। চিত্রনাট্যে রয়েছেন আয়ুষ গুপ্ত এবং প্রযোজনায় আদিত্য চোপড়া। যদিও ছবির প্লট এখনও গোপনই রাখা হয়েছে, কিন্তু নির্মাতাদের বক্তব্যে স্পষ্ট, এবারের লড়াই হবে আরও বেশি রক্তাক্ত, আরও বেশি ব্যক্তিগত হবে।









