আগামী ডিসেম্বরে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ৬ ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। আসর সামনে রেখে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। তার আগে দল গোছানো শুরু করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগে চাহিদা অনুযায়ী খেলোয়াড়দের দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ডিসেম্বরের শেষদিকে গড়াবে বিপিএল। আসরে অংশ নেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
ঢাকা ক্যাপিটালস দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে। বিদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খান।
সিলেটে টাইটানস দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে। বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তি করেছে পাকিস্তানের দুই ক্রিকেটার সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরের সঙ্গে।
নোয়াখালী এক্সপ্রেস দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার সৌম্য সরকারকে। বিদেশিদের মধ্যে শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার জনসন চার্লসের সঙ্গে চুক্তি সেরেছে তারা।
চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত পাকিস্তানের লেগস্পিনার আহমেদ আবরারকে নিয়েছে তারা। শক্তিশালী দল গঠনে কাজ করে যাচ্ছে রংপুর রাইডার্স। জাতীয় দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা। বিদেশিদের এখনও নজর রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।
রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে। বিদেশি ক্রিকেটার হিসেবে এখন পর্যন্ত কারও নাম জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি









