একদিনের ব্যবধানে একই রোগীর দুই রকম রক্তের গ্রুপ বলেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ানরা। আর এই চরম উদাসীনতার খেসারত দিতে হচ্ছে ফাতেমা বেগম নামে এক রোগীকে। ইউটেরাসের অপারেশন সফল হওয়ার পরও ‘ও’ পজিটিভ গ্রুপের রোগীকে ‘এ’ পজিটিভ রক্ত দেওয়ায় কিডনী আক্রান্ত হয়ে জীবন সংকটে তিনি। রোগীর সন্তানেরা বলছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক লাখ টাকা দিয়ে আপস করতে চেয়েছিল। কিন্তু তারা চান মায়ের সুচিকিৎসা।








