বিপিএলের চলতি আসরে নিজের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১ রানে আউট হয়েছিলেন অ্যাডাম রসিংটন। এরপরই জ্বলে উঠলেন ইংলিশ ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৬০, সিলেট টাইটানসের বিপক্ষে ৭২ রান করেন। নিজের চতুর্থ ম্যাচে রংপুরের বিপক্ষেও উজ্জ্বল তিনি। টানা তৃতীয় তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন চট্টগ্রাম রয়্যালস ব্যাটার। তাতে ভর করে রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে শেখ মেহেদীর দল।
সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটে পাঠায় রংপুর। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৬৯ রান করে চট্টগ্রাম।
চট্টগ্রাম ব্যাটারদের মধ্যে ৬ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৫৮ রান করেন অ্যাডাম রসিংটন। ২ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৪৬ রান করেন হাসান নাওয়াজ। এছাড়া আমের জামাল ১৯ ও মোহাম্মদ নাঈম শেখ ১৬ রান করেন।
রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ দুটি করে উইকেট নেন।









