অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দর্শকের সামনে আসছে ‘রঙিলা কিতাব’! যেখানে প্রথমবার দেখা যাবে পরীমনি ও মোস্তাফিজ নূর ইমরানের রসায়ন!
অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’। পরীমণি-নূরের রসায়নে জমে ওঠার আভাস দেখা গেছে ট্রেলারে! এবার পুরো সিরিজটি দেখার পালা!
এমন থ্রিলারধর্মী গল্প রহস্য জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা! ৭ নভেম্বর রাত থেকেই সিরিজটি ভারতীয় প্লাটফর্ম হইচইতে দেখা যাবে!
সিরিজে সুপ্তি চরিত্রে পরীমনি, এবং প্রদীপের চরিত্রে মোস্তাফিজ নূর ইমরান। কিংকর আহসানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি; যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন। পুরো সিরিজটিতে থাকছে সাতটি পর্ব।
এদিকে অনেকদিন ধরেই পর্দায় ধরা-ছোঁয়ার বাইরে পরীমনি। মাতৃত্বকালীন ছুটি শেষ করেই ফেরেন শুটিংয়ে, ব্যস্ত হয়ে পড়েন ‘রঙিলা কিতাব’- এ সুপ্তি হয়ে ওঠার গল্পে।
এমনিতেও পরীমনির দীর্ঘ বিরতির পর দর্শকরা মুখিয়ে আছেন নায়িকাকে দেখবেন বলে। দেখতে দেখতে সময়ও ঘনিয়ে এসেছে, ঘটতে চলেছে সেই প্রতিক্ষার অবসান। এদিকে নূরও ওটিটিতে নিজেকে প্রমাণ করেছেন আগেই। দেখা যাক, পরী-নূরের রসায়ন কতোটা পছন্দ করেন দর্শক!









