রাঁচি টেস্টের প্রথম ইনিংসে জো-রুটের সেঞ্চুরিতে সাড়ে তিনেশোর বেশি সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের ব্যাটে পাঠিয়ে ঝড় তুলেছেন ইংলিশ স্পিনাররা। ফিরিয়েছেন সাত ব্যাটারকে।
প্রথম ইনিংসে ৩৫৩ রানে থামে সফরকারীদের ইনিংস। জবাবে নেমে ৭ উইকেটে ২১৯ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল। ১৩৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ভারতের হয়ে ব্যাটে নামবেন ৫৮ বলে ৩০ রান করা ধ্রুব জুরেল ও ৭২ বলে ১৭ রান করা কুলদীপ যাদব।
৭ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটে নেমে মধাহ্ন বিরতির আগেই গুটিয়ে যায় ইনিংস। প্রথম দিনে সেঞ্চুরি পাওয়া জো-রুট অপরাজিত থাকলেও ফিরে যান অলি রবিনসন। ৯৬ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। রবিনসন ফেরার পর তিন ওভারের ব্যবধানে ফিরে যান শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন। রানের খাতা খুলতে পারেননি তাদের কেউ। ২৭৪ বলে ১০টি চারে ১২২ রানে অপরাজিত থাকেন রুট।
ভারতের হয়ে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা নিয়েছেন তিন উইকেট। অভিষিক্ত আকাশ দীপ নেন তিনটি, এছাড়া মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট।
জবাবে নেমে অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান ২ রান করা রোহিত। পরে শোয়েব বশিরের তোপের সম্মুখীন হয় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার যশ্বী জয়সওয়াল একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূর্ণ করলেও সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি ইনিংস। ১১৭ বলে ৭৩ রান করে ফিরে যান বশিরের শিকার হয়ে।
শুভমন গিল করেছেন ৩৮ রান। এছাড়া রজত পতিদার ১৭, সরফরাজ খান ১৪ এবং রবীন্দ্র জাদেজা ফিরে যান ১২ রান করে। অশ্বিন ১ রান করে ফিরে গেলে কুলদীপকে নিয়ে দিন শেষ করেন জুরেল।
ইংলিশ স্পিনার শোয়েব বশির ৮৪ রান খরচায় নেন চার উইকেট। টম হার্টলি নিয়েছেন দুটি, এছাড়া জেমস অ্যান্ডারসন নেন একটি উইকেট।







