বর্তমান সময়ে বলিউডে রাজত্ব করা নায়কদের মধ্যে নিঃসন্দেহে একজন হলেন রণবীর সিং। যিনি ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। কিন্তু জানেন কি ‘যশরাজ ফিল্মস’ প্রযোজিত ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ এর জন্য রণবীরকে একদম পছন্দ ছিল না বলিউড নির্মাতা করণ জোহরের। ‘কফি উইথ করণ’ শো তে যে বিষয়ে মুখ খুলেছিলেন করণ নিজেই।
রণবীর সিংয়ের সঙ্গে ‘কফি উইথ করণ’ এর আড্ডায় করণ বলেছিলেন যে, ‘ব্যান্ড বাজা বারাত’এ রণবীর সিংকে কাস্ট করার প্রসঙ্গে যখন আদিত্য চোপড়া তাকে জানিয়েছিলেন, তখন বিষয়টি একদম ভালো লাগেনি করণের। কেননা করণের মনে হয়েছিল রণবীরের চেহারা নায়কের মত নয়। তার কাছে মনে হয়েছিল আদিত্য ভুল একটি সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু পরবর্তীতে করণ বুঝতে পারেন আসলে আদিত্য ভুল নন, বরং ভুল ছিলেন তিনি নিজেই।
বি-টাউনে যাত্রা শুরুর পর থেকেই রণবীর বিশ্বের হিন্দি ভাষার সিনেমাপ্রেমী মানুষের কাছে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তার সহজ সাবলীল অভিনয় দিয়ে জয় করেছিলেন সবার মন। এরপর তো আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে আর সেই ইতিহাস মোটামুটি সবারই জানা।
আসছে ২৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে করণ জোহর পরিচালিত রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যার ট্রেলার মুক্তির পর থেকেই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকরা।
সূত্র: বলিউড লাইফ







