ভারতের এনফোর্সমেন্ট দপ্তরের (ইডি) জেরার মুখে পড়তে যাচ্ছেন বলিউড হার্টথ্রব রণবীর সিং। আগামী শুক্রবার (৬ অক্টোবর) ইডির দপ্তরে তলব করা হয়েছে এই নায়ককে। বুধবার ইডির পক্ষ থেকে সমন পাঠানো হয় ঋষিপুত্রকে!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কোনো এক অনলাইন জুয়ার অ্যাপের প্রচারের জন্য টাকা নিয়েছিলেন রণবীর। সেই সূত্রেই বিপদে পড়লেন অভিনেতা। সে বিষয়ে জিজ্ঞাসা করতেই দপ্তরে ডেকেছে ইডি।
ইডির বরাতে জানা গেছে, একটি অ্যাপের বিজ্ঞাপনের জন্য চুক্তি হয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। সেই চুক্তি আবার করেছিলেন মহাদেব বুক অ্যাপ প্রমোটার বলে একটি সংস্থা। শোনা যাচ্ছে তাদের থেকেই নগদ টাকা নিয়েছিলেন রণবীর। রণবীরের পাশাপাশি এই সংস্থাও রয়েছে ইডির নজরে।
শুধু রণবীরই নয়, এই সংস্থার কান টানলে বলিউডের আরো অনেক বড় বড় মাথা সামনে আসতে পারে বলে মনে করছে ইডি। শোনা যাচ্ছে, এই অনলাইন জুয়া সংস্থা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ১১২ কোটি টাকা দিয়েছিলো। এরমধ্যে হোটেল বুকিংয়ের জন্য খরচ হয় ৪২ কোটি টাকা। এই টাকা পুরোটাই নগদে দেওয়া হয়েছিল।
ইডি কর্তাদের সন্দেহের তালিকায় রয়েছে মহাদেব বুক অ্যাপ প্রমোটারের কর্ণধার সৌরভ চন্দ্রকর। জানা গেছে, তার বিয়েতে নাকি ২০০ কোটি টাকা খরচ হয়েছিল! আর সেই বিয়েতে একেবারে ছিল চাঁদের হাট। রণবীর কাপুর ছাড়াও সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্কর, রাহাত ফতে আলি খান, আতিফ আসলাম, এলি আব্রাম, কৃতি খারবান্দা এবং সুখবিন্দর সিং, আলি আসগর সহ আরও বহু তারকা ছিলেন এই তালিকায়। –টাইমস অব ইন্ডিয়া








