নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম চরিত্রে দেখা মিলবে রণবীর কাপুরের, এই তথ্য সবার জানা। কিন্তু ‘লক্ষণ’ হচ্ছেন কে, তা নিয়ে কৌতূহল থেকেই গেছে।
কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানালেন ছোট পর্দার এক তারকাকে দেখা যাবে ‘লক্ষণ’ চরিত্রে। তবে সেই অভিনেতার নাম জানানো হয়নি। মুকেশ জানিয়েছেন, সেই তারকা ছোট পর্দায় দর্শকদের খুবই প্রিয় মুখ।
রণবীর আল্লাহবাদিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘নিতেশ ভাই এবং আমি রণবীরকে আগেই পছন্দ করেছি। সিনেমাটি দেখলে দর্শক বুঝতে পারবে, কেন তাকে নেয়া হয়েছে। আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রে রণবীরকে টেক্কা দেয়ার কেউ নেই। তিনি খুবই দক্ষ। হিট কিংবা ফ্লপ নিয়ে ভাবেন না খুব বেশি। শুধু মন দিয়ে অভিনয় করে যান।’
এরপর মুকেশ বলেন, ‘আমরা লক্ষণ চরিত্রের জন্য দারুণ এক অভিনেতাকে পেয়েছি। অনেক মানুষের অডিশন হয়েছে এই চরিত্রে। অবশেষে যাকে পেয়েছি, তাকে নিয়ে আমরা খুবই খুশি। এটি তার প্রথম বলিউড সিনেমা হতে চলেছে। এটাই শেষ কাস্টিং ছিল ছবির। তিনি একজন কম বয়সী টেলিভিশন অভিনেতা। ভালো মানুষ। তার চেয়ে ভালো লক্ষণ পাইনি আমরা। প্রথমে যাদের কাছে গিয়েছিলাম সবাই ফিরিয়ে দিয়েছেন।’
‘রামায়ণ’ নিয়ে উচ্ছ্বসিত দর্শকমহল। ছবিতে রসীতার ভূমিকায় থাকছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।
সূত্র: হিন্দুস্তান টাইমস









