গত বছরের শেষে কন্যার মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে কন্যা রাহা হওয়ার খবর ও তার টুকটাক ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলেও কখনো মুখে ছবি প্রকাশ্যে আনেননি রণবীর-আলিয়া দম্পতি।
এমনকি তারা এই কাজে সহায়তা করার জন্য অনুরোধ রেখেছেন মিডিয়া-পাপারাজ্জিদের কাছেও। কিন্তু শেষমেশ আর রক্ষা হলো না। প্রকাশ্যে এলো রাহার একটি ভিডিও।
রবিবার (৪ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পাপারাজ্জির অ্যাকাউন্ট থেকে রাহা ও আলিয়ার একটা মিষ্টি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে মা ও মেয়েকে পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছে। মেয়েকে কোলে নিয়ে ফুপু কারিনার বাড়িতে যাচ্ছিলেন আলিয়া। আর সেই ভিডিওতেই এক ঝলক দেখা গেল রাহাকে। যদিও মুখ স্পষ্ট নয়। কারণ মুখ ঢেকে দেয়া আছে স্টিকারে। আলিয়া ও রাহার সঙ্গে দেখা গেল তাদের ন্যানিকেও।
আলিয়া ও রাহার ভাইরাল হওয়া এই ভিডিওটির কমেন্ট সেকশনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘এই সেলেব্রিটিরা বাচ্চাদের মুখ কেন দেখায় না বুঝতে পারি না।’ আরেকজন লিখেছেন, ‘লুকিয়ে রাখছো তো দেখাচ্ছো কেন?’ অপর একজন লিখেছেন, ‘বাচ্চাকে লুকানোর হলে বাইরে কেন আনো? রাস্তাতেও কি সব লোককে চোখ বন্ধ করে রাখতে বলে নাকি এরা?’
যদিও কেউ কেউ আবার আলিয়া ও রণবীরের পক্ষ নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘আমার মনে হয় এটুকু গোপনীয়তা কেউ চাইতেই পারে। আর সেই সম্মানটা আমাদের দেওয়াই উচিত। এভাবে গাছের ফাঁক থেকে লুকিয়ে ক্যামেরা তাক করা খুব বাজে।’
প্রায় ৫ বছর প্রেমের পর গেল বছরের ১৪ এপ্রিল চার হাত এক হয় রণবীর-আলিয়ার। এরপর জুন মাস নাগাদ খবর দেন সন্তান সম্ভবা হওয়ার। অবশেষে গেল বছরের ৬ নভেম্বর রণবীর-আলিয়ার কোল জুড়ে আসে ফুটফুটে রাহা।
সূত্র: জুম








