‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’র জ্বরে কাবু এখন পুরো ভারতবর্ষের দর্শক। ছবিটির প্রথম পর্ব দেখার পর থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য যেন আর তর সইছে না দর্শকদের। আর তাইতো এবার শুরু হতে যাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির দ্বিতীয় পর্বের শুটিং।
জানা গেছে, চলতি বছরের শেষে কিংবা আসছে বছরের শুরুতেই শুরু হবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’এর শুটিং। যেহেতু ট্রিলজি এই ছবিটির প্রথম পর্বের কাজ শুরুর আগেই পুরো ট্রিলজি এই ছবিটির কাহিনীর একটি খসড়া তৈরী করে ফেলেছিলেন পরিচালক অয়ন। সুতরাং, এর দ্বিতীয় পর্বের শুটিং শুরুতে খুব বেশি সময় নিবেন না পরিচালক।
যদিও ছবির পরিচালক কিংবা প্রযোজক এই বিষয়ে এখনও কোন ঘোষণা দেননি। তবে সূত্রের খবরে এমনটাই জানা গেছে।
প্রায় ৮ বছর ধরে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। উচ্চমাত্রার ভিএফএক্স ব্যবহার করায় ছবিটির প্রথম পার্টে খরচ হয়েছে ৪০০ কোটির বেশি। যেটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। ধারনা করা যাচ্ছে, এর দ্বিতীয় পার্টেও নানান চমক থাকবে।
সূত্র: বলিউড হাঙ্গামা








