মারা গেছেন প্রখ্যাত ইসরায়েলি অভিনেতা আলোন আবুতবুল। যিনি ‘দ্য ডার্ক নাইট রাইসেস’ এবং ‘র্যাম্বু ৩’-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন।
ইসরায়েল টাইমস বলছে, মঙ্গলবার হাবোনিম সৈকতে ছুটি কাটাতে গিয়ে মারা যান আলোন আবুতবুল। তার মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সৈকতে থাকা শতাধিক পর্যটকের সামনে অভিনেতা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সমুদ্রে সাঁতার কাটতে যাওয়ার আগে সুস্থই ছিলেন। কিন্তু পানিতে নামার কিছুক্ষণ পরই তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়ে যান।
জরুরি সেবা পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
আলোন আবুতবুল ১৯৬৫ সালের ২৮ মে ইসরায়েলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার। ১৯৯০-এর দশকে অভিনয় শুরু করলেও দ্রুতই নিজেকে ইসরায়েলি সিনেমার অন্যতম প্রতিভাবান এবং বহুমুখী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তার সবচেয়ে স্মরণীয় চরিত্রগুলোর মধ্যে একটি ছিল জনপ্রিয় টিভি সিরিজ ২৪-এ, যেখানে তিনি ষষ্ঠ সিজনে ভিলেন আবু ফায়েদ-এর চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন এবং আন্তর্জাতিক টেলিভিশনে নিজের অবস্থান মজবুত করেন। পরবর্তীতে ২০১৬ সালে ‘লন্ডন হ্যাজ ফলেন’-এ সন্ত্রাসী নেতার চরিত্রেও চমৎকার অভিনয় করেন।
তিনি প্রযোজক হিসেবেও সফল ছিলেন, যেমন ‘আ বোটল ইন দ্য গাজা সি’ এবং ‘দ্য অ্যাটাক’ চলচ্চিত্র দুটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এবং কানসহ নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। পরিচালক হিসেবে ‘দ্য লার্ক ফার্ম’ এবং ‘দ্য স্টোরি অব জোসেফ’ নামের ছোট ছবি পরিচালনা করেন।
তার ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ভক্তদের মধ্যে সবচেয়ে প্রিয় কিছু সিনেমা হল মিউনিখ, বডি অব লাইস, র্যাম্বু ৩ সিনেমাসহ টুইন পিকস, ল’ অ্যান্ড অর্ডার,হোমল্যান্ড, ক্যাসল এবং এনসিআইএস-এর মতো জনপ্রিয় টিভি সিরিজেও তাকে দেখা গেছে। মিরকা২০









