রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের উৎসাহের শেষ নেই। এবার জানা গেল নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন অমিতাভ বচ্চন। গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকবেন তিনি।
শোনা যাচ্ছে, রণবীরের এই ছবিতে জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন বিগ বি। জটায়ুর এই চরিত্রটি ভিজুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে।
‘রামায়ণ’ নিয়ে জানা গেছে আরও এক নতুন খবর। শোনা যাচ্ছে, ছবিতে রণবীরকে দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে। শুধু রামচন্দ্র নয় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রণবীর কাপুরকে পরশুরামের চরিত্রেও দেখা যাবে। আর সেই লুক রামের থেকে একেবারেই আলাদা হবে।
এই ছবিতে রণবীরকে দেখা যাবে ‘রাম’র চরিত্রে। সীতা চরিত্রে আছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী স্টার যশ। শোনা যাচ্ছে, দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোভিলকে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত।
রামের চরিত্রে অভিনয় করার জন্য মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন রণবীর। তার মধ্যেই চলছে কড়া শরীরচর্চা। চরিত্রে নিজেকে মানিয়ে নিতে তিরন্দাজিও শিখেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস









