আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ‘কেয়ার’ তাদের বাংলাদেশ অফিসের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে রাম দাশকে নিযুক্ত করেছে। নতুন দায়িত্ব নেয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর-প্রোগ্রামস পদে কাজ করছিলেন।
মানবকল্যাণ ও উন্নয়ন কার্যক্রমে তার ২০ বছরেরও অধিক অভিজ্ঞতা আছে, যার মধ্যে ১০ বছর তিনি বিভিন্ন নেতৃত্বমূলক ভূমিকায় ছিলেন।
এছাড়াও তিনি পূর্বে সিরিয়া রেজিলিয়েন্স কনসোর্টিয়ামের ডেপুটি চিফ অফ পার্টি এবং ভারপ্রাপ্ত চিফ অফ পার্টি হিসেবে কাজ করেছেন এবং ইয়েমেনে কনসোর্টিয়াম প্রধান এবং ইমার্জেন্সি কো-অর্ডিনেটরসহ বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।
এই উপলক্ষে কেয়ার এশিয়ার আঞ্চলিক পরিচালক (রিজিওনাল ডিরেক্টর) রমেশ সিং বলেন, আমি রাম দাশকে কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে স্বাগতম জানাই। আমার দৃঢ়বিশ্বাস যে, তার নেতৃত্বে কেয়ার বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।
কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদানের পরে রাম দাশ বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও মর্যাদা রক্ষার লড়াইয়ে কেয়ার বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, জেন্ডার সমতা, এবং শিশুস্বাস্থ্য নিয়ে ৩৬টি অংশীদার এনজিওদের সাথে ৩৫টি প্রকল্প বাস্তবায়নের বিশাল কর্মযজ্ঞের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।
তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় হতে আঞ্চলিক উন্নয়ন (রিজিওনাল ডেভেলপমেন্ট) বিষয়ে এমফিল অর্জন করেছেন এবং ভারতের ভুবনেশ্বরে অবস্থিত উৎকল বিশ্ববিদ্যালয় হতে ‘সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান’ (সোশ্যাল এন্ড কালচারাল অ্যানথ্রোপোলজি) বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়াও তিনি ‘সুস্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন’ (ওয়েলনেস এন্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট) বিষয়ে একজন আইসিএফ-স্বীকৃত প্রশিক্ষক।
বাংলাদেশে কেয়ার ১৯৪৯ সাল থেকে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, বিদ্যালয়ে খাদ্য বিতরণ, এবং খাদ্য নিরাপত্তা বিষয়সমূহকে প্রাধান্য দিয়ে সকল কার্যক্রম শুরু করেছে। তারপরে ১৯৭৪ সাল থেকে উন্নয়নের কার্যক্রম আরও প্রসারিত করেছে এবং এই বছর বর্ণাঢ্য কর্মসূচির মাধম্যে ৭৫ বছর পূর্তির মাইল ফলক উদযাপন করবে।







