মেয়ের বাবা হলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা রাম চরণ। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন রাম চরণের স্ত্রী উপাসনা। খবরটি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার হাসপাতাল থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘উপাসনা কামিনেনি ও রাম চরণ কোনিদেলার কন্যা সন্তান হয়েছে ২০ জুন ২০২৩-এ, অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস হায়দরাবাদে। সদ্যজাত ও মা ভালো আছেন।’
রাম চরণের মেয়েকে নিয়ে গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী নাটু নাটু গায়ক কালা ভৈরব। শুভকামনা জানাচ্ছেন অভিনেতার ভক্ত ও সহকর্মীরা।
২০১২ সালে ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাম চরণ। ২০২২ সালের ডিসেম্বরে অভিনেতা চিরঞ্জীব সামাজিক মাধ্যমে শেয়ার করেন রাম চরণের বাবা হতে চলার খবর। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রামচরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস








