Site icon চ্যানেল আই অনলাইন

কী অভিযোগে গ্রেপ্তার হলেন রাখি সাওয়ান্ত?

বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ। অভিনেত্রী শার্লিন চোপড়ার করা মানহানির মামলায় রাখিকে গ্রেপ্তার করা হয়।

এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যগুলো। রাখিকে গ্রেপ্তারের খবরটি টুইটারে একটি পোস্টে শার্লিন চোপড়া নিজেই জানান।

শার্লিনের করা মানহানির মামলায় বৃহস্পতিবার রাখিকে গ্রেপ্তার করে আম্বোলি থানার পুলিশ। তারআগে তাকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

শার্লিনের অভিযোগ, বিগ বসের সাবেক প্রতিযোগী রাখি নাকি তার আপত্তিজনক ছবি ও ভিডিও পোস্ট করেছে সামাজিকমাধ্যমে।

মূলত রাখির সাথে শার্লিনের দ্বন্দ্বের সূত্রপাত মিটু মুভমেন্ট নিয়ে। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে মুখ খুলেছিলেন শার্লিন। সেই সময় শার্লিনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাখি। এরপর তাদের মধ্যে শুরু হয় বাগ্‌যুদ্ধ। একপর্যায়ে শার্লিনের বিরুদ্ধে গত বছর ৫ নভেম্বর মামলা করেন রাখির আইনজীবী।

শার্লিনও ৮ নভেম্বর পাল্টা রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মামলায় অগ্রিম জামিন আবেদন করেছিলেন রাখি, কিন্তু আদালত তা নাকচ করে দেন।

বিয়ে করে গত কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভারতীয় মডেল রাখি। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার নিজের ডান্স একাডেমির উদ্বোধন করার কথা ছিল রাখির। কিন্তু তার আগেই তিনি গ্রেপ্তার হন।

Exit mobile version