দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাখি সাওয়ান্তের কিছু ছবি! যে ছবিগুলিতে রাখিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে মুমূর্ষু। কিন্তু কী হয়েছে রাখির, সেবিষয়টি এখনও স্পষ্ট নয়।
যদিও রাখির ভাই জানাচ্ছেন, রাখির হার্ট অ্যাটাক! এদিকে এই ঘটনায় মুখ খুলেছেন রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিলের অভিযোগ, ‘জেলের সাজা থেকে বাঁচতে রাখি ইচ্ছাকৃতভাবে নাটক করছেন।’
ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি তার প্রাক্তন স্বামী আদিলের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছেন আদালত। ওই সময়ে দুবাইয়ে ছিলেন রাখি। কয়েক দিন আগে ভারতে ফিরেছেন। ফিরেই অসুস্থ হওয়ার খবরকে তাই আমলে নিতে নারাজ আদিল।
আদিলের কথায়, রাখির এখনও পর্যন্ত কোনও মেডিকেল রিপোর্ট নেই। চিকিৎসকরা কিছু বলেননি। তিনি কোন হাসপাতালে আছেন তা আমরা কেউ জানি না। যদি ওর হার্ট অ্যাটাক হয়ে থাকে,তাহলে যতদূর জানি, এধরনের রোগীদের সাধারণত অক্সিজেন মাস্কের প্রয়োজন হয়। তবে রাখি সাওয়ান্তের সেসব কিছুই নেই। রাখি এটা করছেন কারণ তাকে শিগগির পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। এটা ও জেলে যাওয়া থেকে বাঁচার জন্য নাটক করছে।
রাখির বিরুদ্ধে আদিল খান দুরানির অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪ এবং ৩৪ ধারা অনুযায়ী মানহানি ও অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মামলা হয়। এছাড়াও রাখির বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের (আইটি আইন) ৬৭(এ) ধারায় বৈদ্যুতিক মাধ্যমে যৌন উত্তেজক উপাদান ছড়ানোর অভিযোগে মামলা রয়েছে। অভিযোগ রাখি যৌনতাপূর্ণ বিষয়বস্তু মোবাইল ফোনের মাধ্যমে টক শোতে প্রদর্শন করেছিলেন। এদিকে এই মামলায় রাখির আগাম জামিনের আবেদন আগেই খারিজ করেছেন মুম্বাই হাইকোর্ট।
চলতি বছরের মার্চে বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন রাখির প্রাক্তন স্বামী আদিল। সেই বিয়ের কথা নিজেই ছবি শেয়ার করে প্রকাশ্যে এনেছিলেন তিনি। এদিকে গত বছর আদিলের সঙ্গে বিয়ে হয়েছিল রাখির। বিয়ের কয়েক সপ্তাহের মধ্যে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণা এবং নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন রাখি। গত বছর ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তারও করা হয়েছিল আদিলকে। –হিন্দুস্তান টাইমস









