তীব্র শীত ও ঘন কুয়াশার দাপটে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ১০টি জেলা মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এর পাশাপাশি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে এসেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। পাবনা ও পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং নীলফামারীতে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। যশোরে তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গঙ্গা অববাহিকা হয়ে দেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ঘন কুয়াশা বিস্তৃত থাকায় শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত অনেক এলাকায় কুয়াশার কারণে সূর্যের আলো কম সময় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে পরিবেশদূষণ যুক্ত হয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, আপাতত কুয়াশা ও শীত থেকে স্বস্তির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা বাড়লেও সূর্যের আলো না মিললে আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









