পারিশ্রমিক জটিলতায় চট্টগ্রামে বারবার নেতিবাচক খবরে উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। মিরপুর শের-ই-বাংলায় ফিরেছে বিপিএলের শেষ ধাপ। মিরপুরে দ্বিতীয় পর্বের প্রথমদিনেই আবারও আলোচনায় সেই রাজশাহী। ম্যাচের দিন টিম হোটেল পরিবর্তন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আলোচনায় হোটেল বিল বকেয়ার ‘খবর’।
রোববার সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। ম্যাচের দিন দুপুরে হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ওয়েস্টিন ছেড়ে শেরাটনে উঠেছে দলটি।
আলোচনায় এসেছে, হোটেল বিল বকেয়া থাকায় হোটেল পরিবর্তন করতে হয়েছে রাজশাহীকে। দলটির কর্তৃপক্ষ অবশ্য এই বিষয় উড়িয়ে দিয়েছেন।
ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুটি হোটেলই একই মালিকের। লজিস্টিকস সাপোর্ট সংক্রান্ত কারণে হোটেল পরিবর্তন করেছেন তারা।
এদিকে সন্ধ্যার ম্যাচে খেলতে নামার আগেই নিজেদের বকেয়া পারিশ্রমিক চেয়েছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। পারিশ্রমিক না পেলে তারা মাঠে নামবেন না, এমন খবরও আসছে। তবে ফ্র্যাঞ্জাইটির একটি সূত্র বরাবরের মতোই জানিয়েছে, এমনকিছুই হয়নি।









