সিলেট থেকে: বিপিএলে বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত এক জয় তোলে রাজশাহী ওয়ারিয়র্স। রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পাওয়া জয়ের পর সুখবরও পেয়েছে দলটি। ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ থেকে বোনাস পেয়েছেন ক্রিকেটাররা।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ বোনাসের ঘোষণা দেয়। বলেছে, রংপুরের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দলের প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের জন্য ১৫ হাজার টাকা করে বোনাস প্রদান করা হচ্ছে।
এছাড়া ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য দেখানো ক্রিকেটারদের জন্য আলাদাভাবে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। সুপার ওভারে দুর্দান্ত বোলিং করে জয়ের নায়ক বনে যাওয়া রিপন মন্ডল পাচ্ছেন ১ লাখ টাকার বিশেষ বোনাস।
পাশাপাশি সাহিবজাদা ফারহান ও এস এম মেহরব হোসেনকে অসাধারণ পারফর্মের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।









