পারিশ্রমিক বকেয়া ও চেক বাউন্সের মতো ঘটনায় সমালোচনা-বিতর্কের তুঙ্গে দুর্বার রাজশাহী। এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অবশ্য স্থানীয় ক্রিকেটারদের অনুরোধে এই নির্দেশনা দেয়া হয়েছে, এমন দাবি করেছে রাজশাহী কৃর্তপক্ষ।
বিপিএলের চলতি আসরে ইতিমধ্যে লিগপর্বে নিজেদের সবকটি ম্যাচ খেলে ফেলেছে রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে দলটি। শেষ চারের দৌড়ে রাজশাহীর সঙ্গে লড়াইটা চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের। প্লে-অফে খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে রাজশাহীর।
তবে আসরে লিগপর্বে অন্য দলগুলোর খেলা শেষ না হওয়াতে আপাতত বিরতিতে রাজশাহী। ১ ফেব্রুয়ারি শেষ হবে লিগপর্ব। তিনদিনের বিরতি পাচ্ছে দলটি। সেকারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলা হচ্ছে। সেক্ষেত্রে কেবল ঢাকায় বসবাস করা ক্রিকেটারদেরই হোটেল ছাড়ার কথা বলেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির ব্যাখ্যাও দিয়েছে কর্তৃপক্ষ।
বলেছে, ‘কয়েকজন ক্রিকেটারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন, বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনদিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন।’
এর আগে ঢাকার দ্বিতীয় পর্বের ম্যাচের দিন হোটেল পরিবর্তন করেছিল রাজশাহী। ওয়েস্টিন থেকে শেরাটনে আসে তারা। আলোচনা ছিল বিল বকেয়ার কারণে হোটেল পরিবর্তন করেছে দলটি। যদিও পরে শেরাটন কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজশাহী মালিকের অনুরোধেই হোটেল পরিবর্তন করা হয়। সেদিন দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের চেক দিয়েছিল দলটি, যা পরে বাউন্স করে। দলটির দেয়া চেক দ্বিতীয়দফা বাউন্সের ঘটনা সেটি।









