২০১৭ সালের সিনেমা ‘বহেন হোগি তেরি’-কে কেন্দ্র করে ওঠা বিতর্কের জেরে সোমবার (২৮ জুলাই) পাঞ্জাবের জলন্ধর আদালতে আত্মসমর্পণ করেন বলিউড তারকা রাজকুমার রাও। এরপর আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বুধবার (৩০ জুলাই)।
এই মামলা শুরু হয়েছিল ‘বহেন হোগি তেরি’ সিনেমার একটি পোস্টার ঘিরে। সেই পোস্টারে রাজকুমার রাওকে দেখা যায় হিন্দু দেবতা শিবের সাজে একটি মোটরসাইকেলের ওপর বসা অবস্থায়। এই দৃশ্য অনেকের দৃষ্টিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
জলন্ধরের শিবসেনার এক স্থানীয় নেতা এ ঘটনায় আপত্তি জানিয়ে ডিভিশন নম্বর ৫ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর রাজকুমার রাও, পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে এবং অভিনেত্রী শ্রুতি হাসানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
আদালত রাজকুমার রাওকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে একটি অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তিনি নির্ধারিত তারিখে আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন পান। আদালতে নিজের বক্তব্য জমা দেওয়ার পর তিনি শর্তসাপেক্ষে জামিন পান।
রাজকুমার রাওয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি।
এদিকে, ব্যক্তিগত জীবনে রাজকুমার ও তার স্ত্রী পত্রলেখা তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। কিছুদিন আগে এই দম্পতিকে অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে দেখা গেছে।
পেশাগত দিক থেকে তিনি বর্তমানে ‘টোস্টার’ নামের একটি নেটফ্লিক্স প্রজেক্টে অভিনয় করছেন। সবশেষ তাকে ‘ভুল চক মাফ’ ও ‘মালিক’ সিনেমায় দেখা যায়। –টাইমস নাউ









